১০৮৮ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ১২০০ ফ্ল্যাট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
আবাসন সংকট দূর করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ১ হাজার ২০০টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়ে ১ হাজার ৮৮ কোটি টাকা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তর। চলতি বছর শুরু হয়ে ২০২২ সালের অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২৫টি ভবনে ৮০০ বর্গফুট আয়তনের ৮১৬টি ও এক হাজার বর্গফুট আয়তনের ৩৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, প্রকল্পের আওতায় শুধু ১২০০ ফ্ল্যাটই নয়, থাকবে ক্লাব, প্রাইমারি স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ, মন্দিরসহ নানা সুযোগ-সুবিধা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় বেজমেন্টসহ ১৭টি ১৩ তলা ভবন নির্মাণ করা হবে। এগুলোয় ৮০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট থাকবে ৮১৬টি। এ ছাড়া বেজমেন্টসহ ৮টি ১৩ তলার ভবন নির্মাণ হবে। এগুলোয় এক হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট থাকবে ৩৮৪টি।
প্রকল্প এলাকায় একটি ছয় তলা মসজিদ, একটি তিন তলা মন্দির, একটি চার তলা মাল্টিপারপাস ভবন, চারটি গভীর নলকূপ, ভূগর্ভস্থ জলাধার, বিদ্যমান দুটি জলাশয় উন্নয়ন ও আধুনিকীকরণ, ফুটপাত, রাস্তা, সীমানাপ্রাচীর ও লিফটসহ আনুষঙ্গিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় আবাসিক ভবনের বাইরে দুটি চার তলা সার্ভিস ভবন, একটি তিন তলা বোট ক্লাব, একটি তিন তলা প্রাথমিক বিদ্যালয়, একটি ছয়তলা কমিউনিটি ব্লক নির্মাণ করা হবে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গিস বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা কমে আসবে।