রুক্ষ চুলের সমাধান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
প্রতিদিনের ব্যস্ততায় তা সম্ভব হয়ে ওঠে না।
চুলের যত্নে শুধু বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়, প্রয়োজন ভেতর থেকে পুষ্টি। যা চুলের গভীর থেকে চুলকে পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে করবে ঝলমলে ও উজ্জ্বল। কলা এক্ষেত্রে খুবই কার্যকরী। কলা শুধু ফল হিসেবে নয় রূপচর্চায়ও বহুল ব্যবহৃত একটি উপাদান। জেনে নিন কীভাবে আপনার শুষ্ক চুলের যত্নে এটি ব্যবহার করবেন-
যা যা লাগবে- পাকা কলা ১ টি, মধু ২ টেবিল চামচ, টকদই ৩ থেকে ৪ টেবিল চামচ, এলোভেরা জেল ২ টেবিল চামচ, ডিম ১ টি।
যেভাবে তৈরি করবেন- সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। পুরো চুলে লাগিয়ে ১ থেকে ২ ঘণ্টা আপেক্ষা করুন। শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে নিন। সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করুন।