শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

কেন্দ্রে থাকবে ক্যামেরা, গণনা প্রকাশ্যে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৫ অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিএফডিসির। শুধু নিরাপত্তাই নয় ভোট কারচুপি ঠেকাতে এবার প্রকাশ্যে ভোট গণনা হবে। ভেতরে ক্যামেরা থাকবে, যাতে ভিতরে কী হচ্ছে তা বাইরে থেকে দেখতে পারবে সবাই।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পী সমিতির নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে শতভাগ চেষ্টা করছি। এ কারণে চেষ্টা করছি, একটা ক্যামেরা যেন ভেতরে থাকে। ভোট গণনার সময় প্রার্থীরা বাইরে থেকে দেখতে পারবে ভেতরে কী হচ্ছে।

 

তিনি আরো বলেন, পুরো বিএফডিসিতে বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা এখন পরীক্ষা করে দেখছি সব ক্যামেরা ঠিক আছে কি না। এরই মধ্যে রাত ১০টার পর নির্বাচনী প্রচারণার জন্য এফডিসিতে কেউ মিছিল করতে পারবে না বলে জানিয়ে দিয়েছি। নির্বাচন সুন্দর করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

গত ৫ অক্টোবর ২০১৯-২১ মেয়াদের শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। এবার সভাপতি পদে খলনায়ক মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী। সহ-সভাপতির দুটি পদে রুবেল ছাড়াও প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও নানা শাহ। 

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অর্থাৎ সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।