রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

উদ্বোধন হলো শেখ কামাল ক্লাব কাপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২০ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার

বর্ণিল আতশবাজি আর হাজারো দর্শকের উল্লাসে তৃতীয়বারের মতো চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন হয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। 

শনিবার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

 

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম আবাহনী আন্তর্জাতিক এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শহীদ শেখ কামাল আধুনিক ফুটবলের প্রবর্তন করেন।

উদ্বোধনী ম্যাচ দেখতে তরুণদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ও শিশু দর্শকের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে ‘ফিফা মাই গেম ইজ ফেয়ার প্লে’ লেখা ফেস্টুন নিয়ে মাঠে ঢোকে চট্টগ্রাম আবাহনী ও মালদ্বীপের টিসি ক্লাবের ফুটবলাররা।

টুর্নামেন্টকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয় পুরো স্টেডিয়াম। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামালের ছবি স্থাপন করা হয়েছে মাঠে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে আছে।