বড় জয়ে টুর্নামেন্ট শুরু করলো চট্টগ্রাম আবাহনী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২২ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় বড় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শনিবার সন্ধ্যায় দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে তারা হারিয়েছে ৪-১ ব্যবধানে।
এদিন এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হয়। ম্যাচের প্রথম গোলটি আসে খুব দ্রুত। অষ্টম মিনিটে আবাহনীর চিনিদুমেথিউ টিসি স্পোর্টসের জাল ভেদ করেন। মাত্র তিন মিনিট পরেই ইয়াসিন আরাফাতের গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ৪০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন চিনিদু।
মূলত ম্যাচটা প্রথমার্ধেই নিজেদের করে নেয় আবাহনী। দ্বিতীয়ার্ধে গোলকিপারের ভুলে লিড বাড়িয়ে নেয় তারা। ম্যাচের শেষদিকে ব্যবধান কমান টিসির খেলোয়াড়রা।
এদিন ম্যাচসেরা হন চট্টগ্রাম আবাহনীর জামাল ভূঁইয়া। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। প্রথম ম্যাচে যেনো তার কথা বাস্তবায়নের প্রমাণই দিয়ে গেলেন দলের ফুটবলাররা।
এর আগে, বর্ণিল আতশবাজির ঝলকানিতে হাজারো দর্শকের উল্লাসে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।