জয়ে ফিরল ম্যানসিটি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৩ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে লিগে জয়ের ধারায় ফিরল কোচ পেপ গার্দিওলার দল। আগের ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে ধরাশায়ী হয়ে ছিল তারা।
ম্যাচের ৩৯তম মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন সিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। দুই মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা।
৯ ম্যাচে ছয় জয় এক ড্র আর দুই হারে ১৯ পয়েন্ট নিয়ে লিভারপুলের (আট ম্যাচে ২৪ পয়েন্ট) পর দ্বিতীয় স্থানে এখন ম্যানসিটি।