রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

রিয়াদের সেঞ্চুরির পরেও হারের শঙ্কায় মেট্রো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার

ব্যাট বলে অনবদ্য পারফরমেন্স করেই যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরা। সেই ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে খেলেছিলেন ৬৩ রানের ইনিংস। সবকিছু ছাপিয়ে গেলেন দ্বিতীয় ইনিংসে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১২তম শতক তুলে নিয়েছেন জাতীয় দলের এ অলরাউন্ডার। তবুও স্বস্তিতে নেই তার দল ঢাকা মেট্রো। 

বগুড়ায় সিলেটের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। অত্যন্ত ধীরে ধীরে ২১৪ বল খেলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১১১ রানে তিনি আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি অন্যরা। মাত্র ২৩ রানে শেষ চার উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো। ২৭৩ রানে অল আউট হয়েছে তারা। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ২০১ রান। 

 

এ ইনিংসে চার উইকেট নেন আবু জায়েদ রাহী। ইমরান ও এনামুল নিয়েছেন দুটি করে উইকেট। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। 

সংক্ষিপ্ত স্কোর: 
ঢাকা মেট্রো: ২৪৬ ও ২৭৩
সিলেট ৩১৯ ও ৭/০