বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

৩ লক্ষ ভোটের ব্যাবধানে জয়ী শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সবকটি কেন্দ্রে বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান ৩ লাখ ১৬ হাজার ৫৫৪ ভোটের ব্যাবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৩ লক্ষ ৯৩ হাজার ১৩৬ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ৭৬ হাজার ৫৮২ ভোট পেয়েছেন।

এছাড়া হাতপাখার প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৫২৪ ভোট, কাস্তে মার্কার প্রার্থী পেয়েছেন ৮৭ ভোট, কোদাল মার্কার প্রার্থী পেয়েছেন ৮৪ ভোট, গাভী মার্কার প্রার্থী পেয়েছেন ৫৬ ভোট, বটগাছ মার্কার প্রার্থী পেয়েছেন ১২২ ভোট, মই মার্কার প্রার্থী পেয়েছেন ১৩৫ ভোট।

এই আসনে মোট ৬ লাখ ৫১ হাজার ১৩৭ জন ভোটার ও কেন্দ্র ২১৬টি। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬৩৭ জন ও মহিলা ভোটার ৩ লাখ ২১ হাজার ৫০০ জন।