বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘একবারেই চুপ রাশিয়া’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ইউক্রেনের উত্তর-দক্ষিণ দিকে অবস্থিত খারকিভের ইজিয়াম সহ বেশ কয়েকটি শহর থেকে পিছু হটেছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের তড়িৎগতির অভিযানে নিজেদের অস্ত্র ও সরঞ্জার রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।

যুদ্ধের শুরুতে কিয়েভ থেকে পিছু হটার পর ইজিয়ামের পতন রুশ সেনাদের জন্য সবচেয়ে বড় সামরিক হার।

এ বিষয়টি নিয়ে একেবারেই চুপ আছে রাশিয়া। তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে না খারকিভে কি হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খারকিভের ব্যাপারে একটি শব্দও করেননি। এমনকি রোববার পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুও একদম চুপ আছেন।

যেদিন ইউক্রেনের সেনাদের হাতে ইজিয়ামের দখল হারায় রাশিয়া সেদিন মস্কো ডে উপলক্ষে মস্কোতে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। অনুষ্ঠানটিতে তিনি তার বক্তব্যে মস্কো শহর নিয়ে কথা বলেন। তার বক্তব্যে যুদ্ধ নিয়ে ছিল না কোনো কিছু।

সূত্র: আল জাজিরা