শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

 

চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাসের বকেয়া বিলের কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারের শেরে বাংলা সড়কে গয়েশ্বরের বাড়ির এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের উপমহাব্যবস্থাপক নজিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


নজিবুল হক বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগের ৩০ মাসের বিল বকেয়া ছিল। সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।’

তিনি আরও বলেন, ‘বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’