মাহমুদুল্লাহকে ছাড়াই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এবার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হারালেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে বাইরে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। স্ট্যান্ডবাই হিসেবে থাকা চার ক্রিকেটারের মাঝেও নেই তিনি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন তিনি। বাংলাদেশের নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান আর সহ অধিনায়ক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ। এছাড়াও স্ট্যান্ডবাই তালিকাতে আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী ও সৌম্য সরকার।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের পরিবর্তে স্কোয়াডে প্রবেশ করেছেন সোহান, লিটন, রাব্বি, শান্ত ও হাসান মাহমুদ।