বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুরের রাস্তায় পুলিশের সামনেই পেটে ছুরি চালালেন নারী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:১১ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

পুলিশ কর্মকর্তাদের কথা মানতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে ছুরিকাঘাত করার পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুরের ট্যাম্পাইনসে একটি মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ট্যাম্পাইনসের রাস্তায় এক নারীর ছুরি চালানোর অভিযোগে তাদের সতর্ক করা হয়।

ইন্টারনেটে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, সেন্ট হিল্ডার মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে কোমরে লাল ব্যাগসহ সবুজ টপ এবং কালো প্যান্ট পরিহিত এক নারীকে কমপক্ষে ১০ জন পুলিশ কর্মী ঘিরে রেখেছে। ঘিরে থাকা পুলিশ কর্মীদের মধ্যে অন্তত তিনজন কৌশলগত সরঞ্জামে সজ্জিত ছিল। তাদের কাছে সাব-মেশিনগানের মত অস্ত্রও দেখা গেছে। এ ছাড়া অন্তত একজন পুলিশ কর্মী স্বচ্ছ ঢাল ধরে ছিলেন।

ভিডিওতে ওই নারীকে চিৎকার এবং ইংরেজি ও মালয় ভাষার মিশ্রণে পুলিশ কর্মীদের সাথে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে ওই নারী তার বাম হাত দিয়ে ফোন করার চেষ্টা করে এবং তার ডান হাত থেকে কিছু পড়ে যায়। ওই নারী পড়ে যাওয়া জিনিস তুলতে গেলে সেই সুযোগে একজন পুলিশ কর্মী তাকে লাথি মারেন এবং অন্য পুলিশ কর্মী তাকে গ্রেপ্তার করতে এগিয়ে আসেন। তারপর অন্তত পাঁচজন পুলিশ মিলে তাকে মাটিতে চাপা দিয়ে রাখতে দেখা যায়।

এ ঘটনা চলাকালীন রাস্তার দুই ধারে পথচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন একজন পুলিশ কর্মী রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছিলেন।

পুলিশ বলেছে, 'পুলিশ কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছেছিল তখন ওই নারী অসহযোগীতা করে এবং পুলিশের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। পরে তিনি নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে এবং নিজের ক্ষতি করার হুমকি দেয়। '

পরে একজন পুলিশ কর্মী ৫৩ বছর বয়সী নারীকে নিজেকে আহত করা থেকে বাঁচাতে ইলেকট্রিক শক দেন।

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স বাহিনীকে সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে সতর্ক করা হয় এবং আহত নারীকে চাঙ্গি জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। তিনি সচেতন এবং স্থিতিশীল অবস্থায় ছিলেন।

উন্মুক্ত স্থানে আপত্তিকর অস্ত্র প্রদর্শনের জন্য ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া সন্দেহভাজন মাদক সম্পর্কিত অপরাধ এবং মানসিক স্বাস্থ্য আইনের অধীনেও গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলা জানানো হয়েছে।

সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস।