রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় ইউক্রেনের চার অঞ্চল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এখন পর্যন্ত সাত মাসে ইউক্রেনের চারটি এলাকা মস্কোর দখলে এসেছে। রাশিয়ার নিয়ন্ত্রণে আসা দানেস্ক, লুহানস্ক, খেরসন এবং ডনবাস এই শহর চারটি রাশিয়ার মানচিত্রের সাথে নিজেদের যুক্ত করতে দ্রুত গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে । বিবিসি
সম্প্রতি ইউক্রেনের উপর হামলা অনেকটা কমিয়ে এনেছে রাশিয়া। এই সময়ের মাঝে ইউক্রেন উত্তর-পূর্ব অঞ্চলে রাশিয়ার দখল থেকে কিছু এলাকা পুনরুদ্ধারও করেছে।
তবে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের রাশিয়া সমর্থিত কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে বলেছে, তারা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ভোট চায়। এর আগে ২০১৪ সালে একটি গণভোটের মাধ্যমে রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে যুক্ত করে, যদিও পরে রাশিয়ার এমন কর্মকাণ্ড ব্যাপকভাবে সমালোচিত হয়।
আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এমন সংযুক্তিকে স্বীকৃতি দেয় না। তবে এটা দীর্ঘ সময় পর স্পষ্ট যে, রাশিয়ার উদ্দেশ্যই কোন রকমের বিবেচনা না করেই দখল করা এলাকা একই পদ্ধতিতে নিজেদের অঙ্গীভূত করে নেওয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা বলেছেন, লজ্জার এই গণভোট কোন কিছুই বদলাতে পারবে না।
যা হোক, ইউক্রেনের আরো অঞ্চল নিজেদের সঙ্গে সংযুক্তির মাধ্যমে ক্রেমলিন রাশিয়াকে ন্যাটোর হামলার সন্মুখীন করে তুলবে।
রাশিয়ার নিরাপত্তা বিভাগের ডেপুটি দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেছেন, পূর্বাঞ্চলীয় শহর দানেস্ক, লুহানস্ক এবং ডনবাসে ভোট গ্রহণ ঐতিহাসিকভাবে ন্যায্য হবে এবং ভোট গ্রহণের ফলাফল অপরিবর্তনীয় হবে। আমাদের রাজ্যের সংবিধান সংশোধনের পর রাশিয়ার কোন ভবিষ্যত কোন নেতা কিংবা কোন কর্মকর্তা এই সিদ্ধান্ত বদলাতে পারবে না।
ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া রাশিয়া সমর্থিত কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত লুহান্স ও দনেস্কের প্রতিনিধিরা আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরে মাঝে ভোটের আয়োজন করতে চায়। রাশিয়া ইউক্রেনের উপর হামলা করার তিনদিন পরই এই এলাকা দুটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন বলে স্বীকৃতি দেন। এছাড় খেরসনেও রাশিয়ার প্রতিষ্ঠা করা কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ভোটের আয়োজন করতে চায়। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, লোকেরা ভোটে অংশগ্রহণ করতে সক্ষম হবে।