বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে ব্রাজিল-আর্জেন্টিনার: কাকা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

সবশেষ ২০০২ আসরে বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেবার দলটিতে ছিলেন তখনকার ফুটবল সুপারস্টার কাকা। এরপর থেকে ল্যাতিন আমেরিকায় আর সোনালি ট্রফি যায়নি।
এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। এবার কী ব্রাজিল অথবা আর্জেন্টিনা সেই খরা ঘোচাতে পারবে? সাধের শিরোপা জিততে পারবে তারা? সম্প্রতি এ প্রশ্ন করা হয় কাকাকে।
জবাবে তিনি যা বলেছেন তাতে মহাখুশি হতে পারেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা। দ্য মার্কাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার বলেছেন, ২০২২ কাতার বিশ্বকাপ জেতার দারুণ সম্ভাবনা আছে দুই দলেরই।
কাকা বলেন, আমি তাই আশা করি। তবে ইউরোপিয়ান ফুটবল খুব ভালো। ইতোমধ্যে আমাদের পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উয়েফা নেশন্স লীগের জন্ম হয়েছে। ফলে ইউরোপের বড় দলগুলোর সঙ্গে আমরা বেশি প্রীতি ম্যাচ খেলতে পারছি না। আমাদের যা কম প্রতিযোগিতামূলক করে তুলছে। যদিও ল্যাতিন আমেরিকা প্রতিটি ম্যাচ জিতেছে ব্রাজিল।
তিনি বলেন, যে কারণে পরিপূর্ণ দল হয়ে গড়ে উঠতে পারছে না ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এটা সত্য, বিশ্বকাপে দুটি দলই ভালো করে। এবার উভয় দলেরই বিশ্বমানের খেলোয়াড় আছে।
বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, আমি আর্জেন্টিনাকে খুব পছন্দ করি। তারা খুবই পরিপক্ব দল। তাদের ভালো মানের কোচ আছে। সংক্ষেপে বলতে গেলে, ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়েরই বিশ্বকাপ জয়ের ব্যাপক সম্ভাবনা আছে।