ইউক্রেনের ৭টি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৮ এএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ইউক্রেনের দোনেৎস্ক, জাপোরিঝিয়া, মাইকোলাইভ ও খেরসন অঞ্চলের ৭টি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতিতে এই দাবি করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের নোভাকালুহার কাছে এস-৩০০ মিসাইলের রাডার সিস্টেমও ধ্বংস করা হয়।
অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে চেরনিহিভে রাশিয়ার অস্ত্রাগারে হামলা চালিয়েছে।
তবে কোনো নিরপেক্ষ সূত্র দুই পক্ষের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে রাশিয়ার সেনাবাহিনী গোলাবারুদের সংকটে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ান বাহিনী গতকাল সাধারণ নাগরিকদের একটি বহরে হামলা করে যাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
এই হামলায় রাশিয়ান সৈন্যরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইলের সংখ্যা সীমিত বলেও এতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, এই হামলাই প্রমাণ করে রাশিয়ার সেনাবাহিনী গোলাবারুদের সংকটে রয়েছে।
জাপোরিঝিয়ায় এই হামলা চালায় রাশিয়ান সেনারা।
উল্লেখ্য, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।