বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মলদোভার ওপর দিয়ে উড়ে আসে রাশিয়ার মিসাইল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪১ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছেন, ইউক্রেনকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুস মিসাইল তাদের আকাশসীমা লঙ্ঘন করে মলদোভার ওপর দিয়ে উড়ে আসে। এরপর সেগুলো ইউক্রেনে আঘাত হানে।

মলদোভার ওপর দিয়ে মিসাইল আসায় রুশ রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছে দেশটি।

এ ব্যাপারে টুইটে মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকো পোপেসকো বলেছেন, ইউক্রেনের ওপর কৃষ্ণ সাগর থেকে ছোড়া তিনটি ক্রুস মিসাইল মলদোভার আকাশসীমা অতিক্রম করে। (এ ঘটনার) জবাব দিতে আমি রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দিয়েছি।

এদিকে সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ৭৫টি মিসাইল ছুড়ে রাশিয়া। তাছাড়া লভিভ, খারকিভেও হামলা হয়েছে।

ক্রিমিয়া ব্রিজে হামলার পর ইউক্রেনের ওপর প্রতিশোধ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব হামলা চালানোর নির্দেশ দেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার ক্রিমিয়া ব্রিজে হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেন পুতিন। ওই সময় প্রতিশোধ নেওয়ার কোনো কথা বলেননি তিনি। তবে পরেরদিনই ইউক্রেনের ওপর চালিয়েছেন ভয়াবহ মিসাইল হামলা।

সূত্র: রয়টার্স, রেডিও ইউরোপ