ইউক্রেনে ফের হামলা: রাশান ‘বাজপাখি’র উল্লাস
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৯ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
আবারও ইউক্রেনে শুরু হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টি। সোমবার পুরোটা দিনই দুর্বিসহ গেছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলের মানুষের। বিশেষ করে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।
ইউক্রেন সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করছে এমন অভিযোগ এনেই পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন।
গেল কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন ও পশ্চিমা মিডিয়া ফলাও করে প্রচার করে আসছিল, নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা থেকে পিছু হটছে রাশিয়া। মস্কো অবশ্য পরাজয়ের কথা স্বীকার করেনি। তবে কিছু এলাকা থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানিয়েছিল।
ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর রাষ্ট্রীয়ভাবেই একে নিজেদের একরকম পরোক্ষ বিজয় বলেই দাবি করেছিল ইউক্রেন। রাশিয়াও বিষয়টিকে সহজভাবে নেয়নি। এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কিয়েভের কাঁধে।
সোমবার রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। লিভিভ ও খারকিভের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ।
পুতিনও রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক সভায় বলেছেন, ‘এই জঘন্য কাজ করে (সেতুতে বিস্ফোরণকে ইঙ্গিত করে) কিয়েভ তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের পর্যায় নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই সহজ বিষয় যে, এই ধরনের অপরাধের প্রত্যুত্তর না দিয়ে পারা যায় না।’ ‘যদি তারা সন্ত্রাসী হামলা বহাল রাখার চেষ্টা করে, তবে তাদের মারাত্মক জবাব দেওয়া হবে, তারা তাদের যোগ্য জবাব পাবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়।’
পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ঘোষণা দিয়েছেন, হামলা কেবল শুরু। তিনি টেলিগ্রাম পোস্টে বলেন, ‘এটা কেবল প্রথম এপিসোড খেলা হল। আরও বাকি আছে এবং আরও।’
রুশপন্থী চেনেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ‘জেলেনস্কি আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি, এখনও রাশিয়া পুরোদস্তুর শুরু করেনি। সুতরাং চাটুকারের মতো অভিযোগ করবেন না। খেলা শুরু হওয়ার আগেই পালান।’ ‘দৌড়ান জেলেনস্কি, পশ্চিমাদের দিকে না তাকিয়েই দৌড়ান।’
সূত্র: আল জাজিরা