রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নিলামে উঠছে ম্যারাডোনার `হ্যান্ড অব গড` ফুটবলটি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩২ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

নিলামে উঠছে ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' ফুটবলটি। নিলামের জন্য বলটির দাম ধরা হয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড থেকে ৩ মিলিয়ন পাউন্ড এর মধ্যে। আগামী ১৬ নভেম্বর বলটির নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ২৮ অক্টোবর থেকেই বলটির জন্য অনলাইনে দাম হাঁকানো যাবে বলে জানিয়েছে নিলাম কর্তৃপক্ষ।

১৯৮৬ সালে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে বহুল আলোচিত ডিয়াগো ম্যারাডোনার করা একটি গোল 'হ্যান্ড অব গড' নামে সারাবিশ্বে সাড়া ফেলেছিলো।  সেই ম্যাচে ব্যবহৃত ফুটবলটি এবার নিলামে উঠছে বলে জানিয়েছে বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদন।

ঐতিহাসিক সেই ম্যাচে তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসির বিতর্কিত ম্যারাডোনার গোলটিকে বৈধতা দিয়েছিলেন। ম্যারাডোনার দুইগোলের বদৌলতে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতেছিলো আর্জেন্টিনা। এবার বলটি নিলামে তুলছেন সেই রেফারি নাসির। 

বিন নাসির বলেন, "ফুটবলটি ইতিহাসের একটি অংশ, তাই এখনই এটাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সঠিক সময়"