শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক আবারও নিষিদ্ধ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫২ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার


     

আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার ও সাবওয়েতে আবারও বন্দুক নিষিদ্ধ করা হয়েছে। এসব স্থানে কোন আগ্নেয়াস্ত্র বহন করে নিয়ে যাওয়া যাবে না। গত বৃহস্পতিবার ৬ অক্টোবর সিরাকুজের ফেডারেল জাজ ইতোপূর্বে ঘোষিত এই নিষেধাজ্ঞা রদ করে অস্ত্র নিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন।
এই রায়ের বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেল লাটিশা জেমস গত সোমবার আপীল করেন। আপীল কোর্ট গত বুধবার ১২ অক্টোবর ফেডারেল জাজের রায়কে স্থগিত ঘোষণা করে দেন। এদিকে সিটি মেয়র এরিক এডামস টাইমস স্কয়ারে অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করে একটি বিলও সাক্ষর করেছেন। তিনি বলেছেন, আদালতে পেন্ডিং মামলায় সিটি পার্টি নয়। সিটি কাউন্সিল জননিরাপত্তায় টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক বহন নিষিদ্ধ করেছে। এদিকে বিকেলে আপীল কোর্টের এই রায়কে মেয়র এরিক এডামস ও গর্ভনর ক্যাথি হোকুল স্বাগত জানিয়েছেন। এখন থেকে আবার পাবলিক প্লেসসহ টাইমস স্কয়ার, মুভি থিয়েটার ও সাবওয়েতে বন্দুক নিয়ে যাওয়া যাবে না।