বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ায় বহুতল ভবনের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৬ এএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার

রাশিয়ার দক্ষিণের শহর ইয়েস্কের কয়েকটি আবাসিক ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে,  ইঞ্জিনে ত্রুটির কারণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় একটি বহুল তল ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

বিধ্বস্ত হওয়া বিমানটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বলে জানা গেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার আগে এর ভেতরে থাকা পাইলট বের হয়ে যেতে সমর্থ হন।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, আগুন ভবনটিকে গ্রাস করে ফেলে, বিমানের তেলের কারণে এটি হয়। আগুন লেগেছে নিচ তলা থেকে নয় তলা পর্যন্ত। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, দক্ষিণ মিলিটারি বিভাগ থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন হওয়ার সময় একটি এসইউ-৩৪ বিমান বিধ্বস্ত হয়। টেক অফের সময় একটি ইঞ্জিনে আগুন লাগার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা