শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়ায় নর্দমায় পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৩৩ এএম, ২৩ অক্টোবর ২০২২ রোববার

মালয়েশিয়ায় নর্দমায় পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২১
অক্টোবর শুক্রবার পেরাক রাজ্যের তেলুক ইন্তানের তামান গেলেন্ডায় ৩০ বছর বয়সী
এই বাংলাদেশি নির্মাণ কাজ করতে গিয়ে তিন মিটার গভীরে পড়েছিলেন বলে জানা গেছে।
রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম) পেরাকের একজন মুখপাত্র
জানান, দুপুর আড়াইটায় ঘটনার বিষয়ে একটি ফোন আসে। সেখানে পৌঁছে দেখা গেছে,
একজন বাংলাদেশি তিন মিটার গভীর নর্দমায় পড়ে গেছেন।
শুক্রবার ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য বিভাগের (কেকেএম) মেডিকেল
টিম ঘটনাস্থলেই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশি
শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
মুখপাত্র জানান, বাংলাদেশির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করার আগে
অগ্নিনির্বাপক কর্মীরা একটি দড়ি ব্যবহার করে মরদেহ নর্দমা থেকে উদ্ধার করেন।
বিপজ্জনক পরিবেশে কর্মীকে কাজে নামতে বাধ্য করা হয়েছে কিনা তদন্ত করছে
রাজ্যের পুলিশ।