যুক্তরাষ্ট্রে সিরাতুন্নবী (সা.) প্যারেডে প্রবাসীদের ঢল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০১ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার
যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ভালোবাসায় অনুষ্ঠিত প্যারেডে প্রবাসী মুসলিমদের ঢল নেমেছিল।
বাংলাদেশি, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, বসনিয়া, ইয়েমেনীসহ ১০টি দেশের প্রবাসী মুসলিম সংগঠনের উদ্যোগে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে হ্যামট্রামিক শহরের আল ইহসান মসজিদ থেকে এ প্যারেড বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে গেট অব কলম্বাসে এসে শেষ হয়।
প্যারেডে মিশিগানের বিভিন্ন শহর থেকে হাজারও প্রবাসী মুসলিম নারী-পুরুষের সমাগম ঘটে।
আয়োজকরা জানিয়েছেন, হ্যামট্রামিক সিটির অনুমতিক্রমে এবারই প্রথম রাস্তায় সিরাতুন্নবী (সা.) প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড শেষে গেট অব কলম্বাস হলরুমে এক মজলিশে মিলিত হন তারা। সেখানে পরিবেশিত হয় মনোমুগ্ধকর পবিত্র কুরআন তেলাওয়াত। এরপর বিভিন্ন দেশের শিল্পীরা হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন।
হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে বক্তব্যে পেশ করেন হ্যামট্রামিক সিটির প্রটেম মেয়র কামরুল হাসান, ইমাম ফখরুল ইসলাম, শেখ আবদুল করিম ইয়াহিয়া, শেখ আব্দুল্লাহ এ্যানদু, শেখ তাহির মাতেন সিদ্দিকী, ইমাম ইউসুফ আব্দুল্লাহ মুকিত জুসেফ, শেখ কাফানি ইব্রাহিম কিসী, ইমাম দাউদ ওয়ালিদ, ডা. রাব্বি আলম প্রমুখ।