ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৯ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার
কুয়েতের বাহিরে ছুটিতে গিয়ে ৬ মাস বা তার বেশি অতিবাহিত হলে প্রবাসীদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ অনুচ্ছেদ ১৭ (সরকারি সেক্টর ভিসা), ১৯ নাম্বার (অংশীদার ভিসা), ২২ নাম্বার (ফ্যামিলি ভিসা), ২৩ নাম্বার (স্টুডেন্ট ভিসা) এবং ২৪ নাম্বার (সেলফ স্পন্সরশিপ ভিসা) ধারক প্রবাসীদের বাসস্থান বাতিল করার এ সিদ্ধান্ত জারি করেছে।
কুয়েতের বাইরে উপস্থিতির সময়কাল গণনা করা হবে ১ আগস্ট ২০২২ থেকে প্রবেশের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩। যেসব প্রবাসী ৬ মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের বাসস্থান ১২ ধারার বিধান অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
পূর্বে আর্টিকেল ১৮ নাম্বার (প্রাইভেট ভিসা) ধারকদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা ৬ মাস বা তার বেশি সময়ের জন্য কুয়েতের বাইরে ছিল ২০২২ সালের মে থেকে গণনা শুরু হয়েছিল। আর্টিকেল ১৮-এর প্রবাসীদের ৩১ অক্টোবর ২০২২ এর আগে কুয়েতে প্রবেশ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দৃষ্টিকোণ থেকে মহামারি সংকটের কারণে কিছু দেশে কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অনলাইনে আকামা নবায়নের মাধ্যমে প্রবাসীদের ২ বছরেরও বেশি সময় ধরে কুয়েতের বাইরে থাকার সুযোগ দিয়েছিল।