বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আংশিক সেনা সমাবেশ সম্পন্ন: রাশিয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:০৪ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে সহায়তা করতে যে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি সম্পন্ন হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর বরাতে রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিলিটারি কমিশরিস্টের সেনা নিয়োগের সকল কার্যক্রম, সঙ্গে রাশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠান সত্ত্বার নির্বাহী কর্তৃপক্ষের কার্যক্রম বন্ধ হয়েছে।

রিটের প্রস্তুতি এবং বিতরণ কার্যক্রম বন্ধ হয়েছে।

হেডকোয়ার্টার ও সতর্কতা কেন্দ্র, মিলিটারি কমিশরিটসের নাগরিক সংগ্রহ কেন্দ্রসহ যেসব স্থানে সেনা জড়ো করার কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল সেগুলোতেও আগে যেসব কার্যক্রম চলত এখন সেগুলো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তাছাড়া সকল মিলিটারি কমিশরিটসের এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে তাদের নিজস্ব দায়িত্ব পালনের জন্য ফেরত আসার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গত ২১ সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ ফোর্স থেকে সেনা সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, পশ্চিমাদের তৈরি হুমকির কারণে সেনা সমাবেশ করছেন তিনি।

পুতিনের এমন ঘোষণার পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানান তিন লাখ সেনার সমাবেশ ঘটানো হবে। তিনি বলেছিলেন, পূর্বে সামরিক অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান