বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে আজকের ম্যাচ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:২৭ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার জন্য যারা উদগ্রীব হয়ে আছেন তাদের জন্য দুঃসংবাদ দিয়েছে অ্যাডিলেডের আবহাওয়া বিভাগ। জানিয়েছে, গত কয়েক দিনের মতো আজও বৃষ্টি হতে পারে দক্ষিণ অস্ট্রেলিয়ার এই উপকূলীয় শহরে। বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সারা দিন আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
বৃষ্টির কারণে এ পর্যন্ত চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির বাগড়ায় ওভার কাটছাঁট করে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলার ফলাফল হয়েছে একটিতে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, আফগানিস্তান-আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড-আফগানিস্তান ও জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে। এছাড়া বৃষ্টির কারণে ম্যাচের আকার কমিয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নির্ধারিত ম্যাচে আয়ারল্যান্ড ৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে।
বৃষ্টি বিড়ম্বনা শুধু অ্যাডিলেডেই নয়, অস্ট্রেলিয়ার অন্য বড় শহরগুলোতেও গত কয়েক দিন ধরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে কনকনে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। হোবার্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচটি বৃষ্টির জন্য দুই দফায় মোট ১৮ মিনিট বন্ধ রাখা হয়। ঐ শহরে তীব্র ঠান্ডায় নাকাল হওয়ার মতো অবস্থা হয়েছিল বাংলাদেশ থেকে বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের। তবে হোবার্টের পর সিডনি এবং ব্রিজবেনের আবহাওয়া ছিল অনেকটাই উষ্ণ। সিডনিতে কিছুটা বৃষ্টির দেখা মিললেও ব্রিজবেনে ছিল কাঠফাটা রোদ।
কিন্তু ব্রিজবেন থেকে অ্যাডিলেডে নেমেই বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ দল। কাল সারা দিনই থেমে থেকে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল হাড় কাঁপানো শীত। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৭ ডিগ্রি ও ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির জন্য কাল দলের অনুশীলন বন্ধ ছিল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঐচ্ছিক অনুশীলনের কথা বলা হলেও টাইগারদের কাউকে কাল অ্যাডিলেড ওভালের ত্রিসীমানায় দেখা যায়নি। মাঠে তড়িঘড়ি করে এসে সংবাদ সম্মেলন শেষ করে আবার হোটেলে ফিরে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সংবাদ সম্মেলন কভার করতে যাওয়া সাংবাদিকরা মাঠে গিয়ে দেখতে পান উইকেট ঢেকে রাখা হয়েছে।