গভর্ণর হোকুলকে ভোট দেবার আহবান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:২৯ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
আসাল’র মিডিয়া ডিনারে ব্যাপক সমাবেশ
আজকাল রিপোর্ট
এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র সভায় গর্ভনর হোকলকে ভোট দেবার আহবান জানানো হয়েছে। সভায় বক্তারা বলেন, নারীদের অধিকার, গণতন্ত্র ও ইমিগ্র্যান্টদের অধিকার রক্ষায় ক্যাথি হোকলকে বিজয়ী করতে হবে।
আসাল’র পঞ্চম মিডিয়া ডিনার অনুষ্ঠিত হয় গত ১ নভেম্বর সোমবার সন্ধ্যায় জ্যামাইকার টমাস বেরি পেন্টস মিলনায়তনে। নিউইয়র্কের বাংলাদেশী সাংবাদিকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নিউইয়র্ক স্টেট ও সিটির প্রভাবশালী নির্বাচিত প্রতিনিধিরা। সংগঠনের প্রতিষ্ঠাতা ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিন সঞ্চালনা করেন অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার এড্রিন অ্যাডমস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর জেসিকা রামোস, সিনেটর টবি এ্যান স্ট্যাভিসকি, সিনেটর জেনিফার রাজকুমার, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ক্যাটেলিনা ক্রুজ, অ্যাসেম্বলি মেম্বার নাথালিয়া ফার্নান্দেজ, স্টিভ রাগা, স্থানীয় ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিল মেম্বার জেমস এফ জিনারো, ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লীডার বল্ডিও। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসাল’র ন্যাশনাল সেক্রেটারি মোঃ করিম চৌধুরী।
কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। এর আগে ডনোভান রিচার্ডস তার বক্তব্যে ভূয়সী প্রশংসা করেন অ্যাসাল’র বিভিন্ন কর্মকান্ডের। তিনি বলেন, অ্যাসাল নিউইয়র্কের বাংলাদেশীসহ সাউথ এশিয়ান আমেরিকানদেরকে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার এড্রিন অ্যাডামস বলেন, নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো নারী কাউন্সিল মেম্বার সংখ্যা গরিষ্ঠ। এছাড়া এবারের সিটি কাউন্সিলে কোরিয়ান, বাংলাদেশী ও ভারতীয় আমেরিকানরা নির্বাচিত হয়েছেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশী কাউন্সিল মেম্বার শাহানা হানিফের কথা স্মরণ করেন।
অন্যান্য জন প্রতিনিধিরা তাদের নিজ নিজ ডিস্ট্রিক্টে বাংলাদেশীসহ সাউথ এশিয়ান আমেরিকানদের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। ৮ নভেম্বরের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্ণবাদের বিরদ্ধে ডেমোক্র্যাটদের ভোট দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিলা উদ্দিন, নবগঠিত কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী ফরিদ আহমেদ, সেক্রেটারি হারজিত মিনাহাজ, প্রফেসর মহসিন পাটোয়ারী ।
মিডিয়ার পক্ষ থেকে অ্যাসাল’কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সেক্রেটারি ও সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটর মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও ইউএসঅনলাইন নিউজের শাখাওয়াত হোসেন সেলিম।