বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইমরান খান গুলিবিদ্ধ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৬ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার


আজকাল ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হয়েছেন। প্রাণে বেঁচে গেলেও তার পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছে। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই ঘটনা ঘটে। তিনি তখন একটি লং মার্চের নেতৃত্ব দিচ্ছিলেন। আগাম নির্বাচনের দাবীতে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত এই লং মার্চ পরিচালনা করছেন ইমরান খান। সন্ত্রাসীরা লং মার্চের বহরে ঢুকে তার ওপর গুলি চালায়।
গুলিবিদ্ধ ইমরান খানকে চিকিৎসার জন্য লাহোর শওকত খানম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচার করার পর চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন।
দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এ হামলাকে জঘন্য আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনা পর্যবেক্ষণ করার জন্য তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ হামলার নিন্দা জানিয়ে ইমরানসহ আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন।
এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।