সাড়ম্বরে সম্পন্ন হলো সোসাইটির শপথ অনুষ্ঠান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫০ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
আজকাল রিপোর্ট
ব্যাপক আড়ম্বরে গত ৩১ অক্টোবর উডসাইডের গুলশাস টেরেসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।
তিন পর্বে বিভক্ত এ অনুষ্ঠানে প্রথমে ছিল শপথ গ্রহণ, পরে আলোচনা ও সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেটের আসেম্বেলী সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে নবনির্বাচিত কর্মকর্তাদের সাইটেশন প্রদান করা হয়।
পবিত্র কোরান থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত এবং গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও পেশ ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ মোনাজাত পরিচালনা করেন। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়।
শপথ গ্রহণ পর্বে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ছাড়াও বক্তব্য দেন শিকাগোতে বাংলাদেশের অনারারী কনসাল মনির চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.আজিজ, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. জামাল আহমেদ জনি, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং অভিষেক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী। এ পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার। নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিষেক কমিটির সদস্য সচিব সারোয়ার খান বাবু।
প্রথম পর্বে নব নির্বাচিত কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের কাছে সোসাইটির হিসাব-নিকাশ বুঝিয়ে দেন বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। এর পর সোসাইটির নব নির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়ার কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।
নব নির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য দেন ডেমক্র্যাট লিডার এটর্নী মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, শাহ নেওয়াজ, সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, চন্দ্রা রায় ও অন্যান্য শিল্পী । এ পর্ব পরিচালনা করেন মনিকা রায় চৌধুরী ও ডা.শাহনাজ লিপি।
অভিষেক উপলক্ষে বিদায়ী সাহিত্য সম্পাদক নাসির হোসেনের সম্পাদনায় ‘নবজাগরণ’ একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ব্যবস্থাপনায় সোসাইটির প্রচার-প্রকাশনা সম্পাদক রিজু মোহাম্মদ। স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে করোনায় মৃত্যুবরণকারী বিদায়ী কমিটি সভাপতি কামাল আহমেদ,সহ-সভাপতি আবুল খায়ের ও কার্যকরী কমিটির সদস্য আজাদ বাকিরের উদ্দেশ্যে।
নতুন কমিটিতে যারা অভিষিক্ত হলেন তারা হচ্ছেন, সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আমিনুল চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার ভূইয়া, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
অনুষ্ঠানে অতিথি সমাগম ঘটে আসন সংখ্যার চেয়ে অনেক বেশী। স্থান সংকুলান না হওযায় অনেককে দাঁড়িয়ে থাকতে হয়। অনুষ্ঠানে অব্যবস্থাপনা নিয়েও উপস্থিত অনেককে অভিযোগ করতে দেখা যায়।