নিউইয়র্কের ব্যবসায়ীরা পেতে পারেন ২৫ হাজার ডলার ট্যাক্স ক্রেডিট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫২ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
আজকাল রিপোর্ট
নিউইয়র্কের ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনও ২৫ হাজার ডলার ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। এ জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। করোনাকালীন সময়ে যে সব কোম্পানী স্টেট ও ফেডারেল সরকারের দেয়া সেফটি রেগুলেশন পূরণ করতে গিয়ে হাজার হাজার ডলার ব্যয় করেছে তারাই এ অনুদান পাবেন। একে বলা হচ্ছে ‘নিউইয়র্ক স্টেট কোভিড-১৯ ক্যাপিটাল কস্ট ক্রেডিট প্রোগ্রামস’। স্টেটের ক্যাপিটল রিজিওন চেম্বারের প্রেসিডেন্ট মার্ক ইয়াগান বলেছেন, অনেক ব্যবসায়ীর স্বাভাবিক গতিতে ফিরে আসতে এ অনুদান সহায়ক ভূমিকা পালন করবে। রেস্টুরেন্ট ব্যবসা ছিল করোনা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ সময়ে রেস্টুরেন্ট মালিকদের নিরাপদ দুরত্ব রক্ষায় টেবিল, চেয়ার ও স্থান নির্ধারনে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। রেস্টুরেন্টের বাইরে স্টেটের নির্দেশনা অনুযায়ী আলাদা স্থাপনা তৈরি করতে হয়েছে।
নিউইয়র্ক স্টেট নি¤œ এই সব বিষয় বিবেচনা করে সবোর্চ্চ ২৫ হাজার ডলার করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কাস্টমার ও কর্মচারিদের দূরত্ব বজায় রাখতে গিয়ে সাপ্লাই ক্রয় বাবদ খরচ,স্পেস এক্সপানশন সংক্রান্ত ব্যয়,এইচভিএসি ইকুয়েপমেন্টস,আউটডোর একটিভিটি ও স্পেস এক্সটেনশন খরচ, ইমারজেন্সী চলাকালীন সময়ে ব্যবসায়িক ক্ষতি। এই ট্যাক্স ক্রেডিট বরাদ্দ দেয়া হবে আগে আসলে আগে পাবার নীতির ভিত্তিতে। বরাদ্দ রাখা হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। তা প্রদান করা হবে যতক্ষণ পর্যন্ত না এ খাতের তহবিল শেষ হয়ে যায়। আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এ আবেদন গ্রহণ চলবে।