শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাইল্ডকেয়ার সংক্রান্ত যুগান্তকারী বিল পাশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৪ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

মেয়র এরিক এডামস স্বাক্ষর করেছেন
 

 
আজকাল রিপোর্ট
কর্মজীবী মা-বাবা, চাইল্ডকেয়ার ও শিশুদের সার্বিক কল্যাণের লক্ষ্যে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস একটি যুগান্তকারী বিলে স্বাক্ষর করেছেন। ওয়ার্কিং ক্লাস পরিবারগুলোর জন্য স্বাক্ষরিত এই বিলটি চাইল্ড কেয়ার সংক্রান্ত ৭টি বিলের একটি প্যাকেজ। এতে ওয়ার্কিং প্যারেন্টস, মাদার, কেয়ারগিভার ও পরিবার সিটি থেকে সরাসরি সাহায়্য পাবে। নিউইয়র্ক সিটি কাউন্সিলে পাস হওয়া এই বিলে গত বুধবার তিনি স্বাক্ষর করেন। বিলটি স্বাক্ষরকালে মেয়র বলেন, আমার প্রশাসন চাইল্ড কেয়ার ও বাচ্চাদের আগে থেকেই শিক্ষা শুরুর ব্যাপারে বদ্ধপরিকর। আমরা প্রমাণ করবো কর্মজীবি মা ও তাদের পরিবার একা নয়। তারা বাসায় না থাকলেও তাদের সন্তানেরা নিরাপদে থাকবে। তারা উপযুক্ত পরিবেশে বেড়ে উঠবে। সিটি শিশুদের সঠিকভাবে  গড়ে  তুলতে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বাচ্চাদের জন্য সমন্নিত আগাম শিক্ষা পদ্ধতি নির্ধারণ ও চাইল্ডকেয়ার প্রোগ্রামকে নতুন করে সাজাচ্ছি।
চলতি বছরের শুরুতে চাইল্ড কেয়ার প্রশ্নে ঘোষিত ব্লুপ্রিন্ট অনুসারে লাল ফিতার দৌরাত্ম বন্ধ হচ্ছে। দূরিভূত হবে আবেদনকারিদের হতাশা। নতুন চাই্ল্ডকেয়ার পোর্টালে সহজেই প্রবেশ করা যাবে। থাকবে স্বচ্ছতা। অভিভাবকরা সঠিক স্থানে ও সঠিক চাইল্ডকেয়ারটি অনলাইনেই বেছে নিতে পারবেন। চাইল্ডকেয়ার সাবসিডির তথ্যাদিও তারা পোর্টালে দেখতে পারবেন।
চাইল্ডকেয়ারের এই সাতটি বিল সিটি কাউন্সিলে উত্থাপন করেন সিটি কাউন্সিলের সদস্য জেনিফার গুতেরাস,ক্রিস্টাল হাডসন ও জুলি মেনিন। বিলে একটি টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে। যাকে বলা হচ্ছে মার্শাল প্লান ফর মামস টার্স্কফোর্স। তারা সুপারিশ করবে কিভাবে ওয়ার্কিং মা, পরিবার ও কেয়ারগিভারদের সাহায্য করা যায়। চাইল্ডকেয়ারগুলোর সাথে সিটির মেন্টাল হেলথ ও হাইজিন বিভাগের যোগসুত্র স্থাপনের সুপারিশ থাকবে। এতে যোগসুত্র স্থাপিত হবে কেয়ারগিভার, শিশুর পরিবার ও স্বাস্থ্যবিভাগের। সোশাল সার্ভিস বিভাগও শিশুদের ভালোভাবে গড়ে উঠতে সাহায্য করবে।