মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যবর্তী নির্বচনে বিজয়ী ৪ বাংলাদেশি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৯ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার


আজকাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-আমেরিকান প্রার্থীর জয় হয়েছে। এদের মধ্যে জর্জিয়ার শেখ রহমান তৃতীয়বারের মতো জর্জিয়া স্টেট সিনেটের সিনেটর নির্বাচিত হলেন।   
 
শেখ রহমান,আবুল খান,মোহাম্মদ রহমান ও নাবিলা ইসলাম

নির্বাচিত অপর তিনজন হচ্ছেন, জর্জিয়া স্টেটের সিনেটর পদে নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটে মোহাম্মদ মাসুদুর রহমান এবং নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আবুল খান। এই চারজনের মধ্যে একমাত্র আবুল খানই রিপাবলিকান পার্টির। অন্যরা সবাই ডেমোক্র্যাটিক দলীয়। আবুল খান পঞ্চমবারের মতো এই পদে নির্বাচিত হলেন।

 

জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে তৃতীয় টার্মের জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান। জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত অপর প্রার্থী নাবিলা ইসলামও বিপুল ভোটে জয়ী হয়েছেন। নোয়াখালীর সন্তান নাবিলা হলেন জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় বাংলাদেশী সিনেটর। কানেকটিকাট স্টেট সিনেটে নির্বাচিত  মোহাম্মদ মাসুদুর রহমান চাঁদপুরের সন্তান। মাসুদ এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন।
নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে পঞ্চম মেয়াদের জন্য জয়ী হয়েছেন পিরোজপুরের সন্তান আবুল খান।