ডেলিভারিম্যানদের বেতন ২৪ ডলার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১২ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
মেয়র এডামসের প্রস্তাব
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটিতে ডেলিভারিম্যানদের ন্যুনতম বেতন ঘন্টায় ২৪ ডলার করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সংযোজিত থাকছে যাতায়াত ও ওয়ার্কার কমপেনসেশন ইনস্যুরেন্স খরচাদি। এতে সিটিতে প্রায় ৬০ হাজার ডেলিভারিম্যান উপকৃত হবেন। তাদের অধিকাংশই অ্যাপভিত্তিক অর্ডারে রেষ্টুরেন্টের খাবার বিভিন্ন স্থানে গ্রাহকদের কাছে সরবরাহ করে থাকেন। এদের অনেকেই এখন ঘন্টায় ৭ ডলার ৯ সেন্টসে কাজ করছেন।
ডেলিভারিম্যানদের বেতন বৃদ্ধির প্রস্তাব পেশকালে সিটি মেয়র এরিক এডামস বলেছেন, এই বেতন কাঠামো কার্যকর হলে সিটিতে ৬০ হাজার ডেলিভারিম্যানের প্রতি সুবিচার করা হবে। যাদের অধিকাংশই পরিশ্রমী ইমিগ্র্যান্ট জনগোষ্ঠী। প্রস্তাবের ওপর পাবলিক শুনানীতে নিউইয়র্কারদের মতামত জানার অপেক্ষায় থাকলাম। প্রস্তাব অনুসারে বেজ বেতন হবে ঘন্টায় ১৯.৮৬ ডলার। ২,২৬ ডলার ওর্য়ার্কাস এক্সপেন্স ও ১.৭০ ডলার ইন্সুরেন্স বাবদ পেমেন্ট হবে। এ বেতন ১ এপ্রিল ২০২৫ সাল নাগদ ধাপে ধাপে কার্যকর হবে। তবে প্রস্তাবটি গৃহীত হলে প্রথমেই শুরু হবে ঘন্টায় ১৭.৮৭ ডলার করে। উল্লেখ্য, প্রস্তাবটি তৈরি করেছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজুমার এন্ড ওয়ার্কার প্রেটেকশন। ডেলিভারিম্যানদের বেতন দেয়া হবে ট্রিপ টাইম, ডেলিভারিতে ব্যয়িত সময়, অন-কল টাইম, অ্যাপে কানেকশন পাওয়ার সময় ও ট্রিপের জন্য অপেক্ষাকালীন সময় ভিত্তি করে। ওয়ার্কার প্রেটেকশন কমিশনার ভিলদা ভেরা মাউগা বলেছেন, এই বেতন হবে পরিশ্রমী ডেলিভারিম্যানদের জন্য গ্যারান্টিসূচক। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
সংস্থাটির দেয়া তথ্যাদি অনুসারে ডেলিভারিম্যানদের বযস সাধারণত ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে, যাদের শতকরা ৭৫ ভাগই পুরুষ। এদের ৯১ শতাংশই অশ্বেতাঙ্গ বা হিসপানিক। এ পেশায় তারা সাইকেল, ই-বাইক, মপেড, কার ইত্যাদি ব্যবহার কওে অথবা বা হেঁটেই ডেলিভারি করে থাকে।