রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশে মেসির গোল উদযাপন-উন্মাদনা, ফিফার টুইটে ভিডিও শেয়ার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৫ এএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার

 দূরত্বের ব্যবধান ঘুঁচিয়ে দেয় ফুটবল। সে কারণেই তো লিওনেল মেসির গোলে আনন্দে ভাসে গোটা বাংলাদেশ, দেশকাল সীমানার গণ্ডি পেরিয়ে বড় হয়ে ওঠে ফুটবল। বিশ্বকাপটাও হয়ে ওঠে আরও বৈশ্বিক।

১৭ হাজার কিলোমিটার দূরের দেশটার প্রতি বাংলাদেশি ফুটবলপ্রেমীদের এমন ভালোবাসায় মুগ্ধ বনে গেছে ফিফা। আর সেই মুগ্ধতার একটি ভিডিও শেয়ার করা হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার টুইটারে।
যার ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই ফুটবলে শক্তি। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছেন।’

জানা যায়, সেই ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।
 
বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাস্তার বিভিন্ন মোড়েও সাইটস্ক্রিনের সামনে বসে খোলা আকাশের নিচে বসে খেলা দেখেন মেসি-নেইমার ভক্তরা।

শনিবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মেক্সিকো হারাতেই আর্জেন্টিনার সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের সমর্থকরা।