শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘এখন থেকে নিজের সুখের জন্য যা দরকার তাই করবো’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৫ এএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার

 আজ থেকে নরম মনের বোকা আবেগী সুবহাকে মেরে ফেলবো। না আর কাউকে ভালোবাসবো, না কারো জন্য মায়া বাড়াবো। পাথর হয়ে যাবো আর অনেক স্বার্থপর হয়ে যাবো, কারো কোনো হেল্প করবো না। কারণ আমার খারপ সময়ে হাতে গোনা কয়েকটি মানুষ ছাড়া কেউ ছিলো না। যে ক’দিন বাঁচবো- নিজের মতো করেই বাঁচবো, ইনশাআল্লাহ।

অনেক জুলুম করেছি নিজের ওপর অনেক কেঁদেছি মানুষের ভালবাসা পাওয়ার জন্য। এখন থেকে নিজের সুখের জন্য যা করা দরকার তাই করবো কারণ, দিন শেষে কেউ এসে টাকা দিয়ে যাবে না আমাকে আর নিন্দুকেরা নিন্দাই করতে পারবে। নিজেকে ভালোবাসা জরুরি, ভালো রাখাই প্রয়োজন কারণ আজ আমি মরলে কালকে আমার মা ছাড়া সবাই ভুলে যাবে। আগের সুবহা মারা গেছে ফ্রেন্ডস।
(ফেসবুক থেকে সংগৃহীত)