বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৩০ এএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার

বেইজিংয়ের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ ‌চ্যান্সেলরসভিল ‘অবৈধভাবে প্রবেশ’ করেছে দাবি করে তা সরিয়ে নিতে বলেছে চীনের সামরিক বাহিনী।

পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, ‘মার্কিন সেনাবাহিনীর এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। ’

যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্রসজ্জিত ক্রুজার সম্প্রতি তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছিল। তবে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের জলসীমায় যাওয়ার বিষয়ে মার্কিন সেনাবাহিনী কোন মন্তব্য করেনি।

চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম সবারই স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে ভূখণ্ডগত দাবি রয়েছে। তবে ২০১৩ সাল থেকে বেইজিং এর নিয়ন্ত্রণ নিয়েছে। সূত্র: আলজাজিরা।