আদালত আটকে দিল উবার ও লিফট ড্রাইভারদের বেতন বৃদ্ধি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৭ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
আজকাল রিপোর্ট
কোর্টের রায়ে আটকে গেল উবার ও লিফট ড্রাইভারদের বেতন বৃদ্ধি। ড্রাইভারদের আর্থিক বেনিফিটের কথা চিন্তা করে নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন (টিএলসি) তাদের বর্ধিত বেতন কাঠামো ম্যানডেটরি করেছিল। যা কার্যকর হবার কথা ছিল আগামী সপ্তাহ থেকে। কিন্তু উবার কর্তৃপক্ষ বেতন বাড়ানোর বিপক্ষে অবস্থান নেয়। কর্তৃপক্ষের আশঙ্কা এতে তাদের ব্যবসার ক্ষতি হবে এবং ড্রাইভাররা লাভবান হবেন। উবার কর্তৃপক্ষ গত শুক্রবার ড্রাইভারদের পে বৃদ্ধি ব্লক করা জন্য টিএলসির বিরুদ্ধে মামলা দায়ের করে।
সিটির নতুন নিয়মে উবার ও লিফটের ড্রাইভারদের মূল পে প্রতি মিনিটে শতকরা ৭ ভাগ ও প্রতি মাইলে শতকরা ২৪ ভাগ বাড়ানোর কথা ছিল। প্রতি ৩০ মিনিটের ড্রাইভ বা প্রতি সাড়ে ৭ মাইল দুরত্বে ড্রাইভারকে দিতে হতো ২৭ ডলার ১৫ সেন্টস। বিচারক আরথার এনগোরনের রায়ে ভাড়া বৃদ্ধি আপাতত স্থগিত হয়ে গেল। আগামী ৩১ জানুয়ারি মামলা নিষ্পত্তি হওয়ার কথা। তা না হওয়া পর্যন্ত ভাড়া বাড়ানো যাবে না। টিএলসি এ রায়ের বিরদ্ধে আপীল করবে বলে ঘোষণা দিয়েছে। তবে বড়দিনের আগে ড্রাইভারদের কপালে আর বাড়তি আয়ের সুযোগ হলো না।