হোমকেয়ার খাতে বেতন বৃদ্ধির বিল উঠছে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৪৬ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
১০ লাখ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে হোমকেয়ার ওয়ার্কারদের বেতন বাড়াতে আইনপ্রণেতারা জনমত তৈরিতে কাজ করছেন। এ লক্ষ্যে নিউইয়র্ক স্টেট এসেমব্লি ও সিনেটে একটি বিল উত্থাপন করা হবে। গত মঙ্গলবার মিডটাউন ম্যানহাটানে ইলেকটেড অফিসিয়ালস, সিনিয়র সিটিজেনস ও হোমকেয়ার ওয়ার্কাররা ‘ফেয়ার পে ফর হোমকেয়ার’ ক্যাম্পেইনে অংশ নেয়।
নিউইয়র্কের অফিসিয়ালরা হোমকেয়ার ওয়েজ শতকরা ১৫০ ভাগ বাড়ানোর জন্য একটি বিল পাসের প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন, নিউইয়র্ক স্টেটের হোমকেয়ার কর্মীদের বেতন গোটা আমেরিকার মধ্যে সর্বন¤œ। এসব কর্মীদের শতকরা ৫৭ ভাগই পাবলিক এসিট্যান্স গ্রহণ করে। ৪৯ ভাগ বাস করে দারিদ্রসীমার কাছাকাছি।
পাবলিক এডভোকেট জুমানী উইলিয়াম বলেছেন, সেবকরা যদি ভালো না থাকেন তবে সেবা গ্রহীতারা উন্নতমানের সেবা পাবেন কিভাবে? সেবার মান খারাপ হওয়াই স্বাভাবিক। এই সেক্টরকে এখনই এগিয়ে নিতে হবে। নিউইয়র্কে আগামী ২০২৮ সাল নাগাদ হোম কেয়ার সেক্টরে ১০ লাখ জব ওপেনিং হবে বলে ধারণা করা হচ্ছে।