শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ব্যাপক কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১২ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার



আজকাল রিপোর্ট
আজ ১৬ ডিসেম্বর,  মহান বিজয় দিবস। এ বছর এ দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫১ বছর পূর্ণ করছে। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র  বাংলাদেশের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও  গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।

বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাক্সক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের হত্যাযজ্ঞে মেতে উঠলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সর্বস্তরের বাঙালি সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে।
আজকের এই মহান দিনটি পালনের জন্য নিউইয়র্কে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল এলএডি স্ক্রিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শন করার উদ্যোগ গ্রহণ করেছে উৎসব গ্রুপ। আজ সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতি চার মিনিট পর পর নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনে ভেসে উঠবে বাঙালীর গৌরব গাথা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
বাংলাদেশ সোসাইটি আগামী ১৮ ডিসেম্বর রোববার মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে। ওজন পার্কের রকওয়ে বুলেভার্ডের দেশী সিনিয়র সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নজরুল একাডেমী অব ইউএসএ  আজ সন্ধ্যা ৭টা থেকে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জ্যামাইকার আশা হোম কেয়ারের ( ৮৯-১৪ ১৬৮ ষ্ট্রিট) মিলনায়তনে।
১৮ ডিসেম্বর বিকেলে  জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে  বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ। এই সংগঠনের অনুষ্ঠানসূচিতে রয়েছে আলোচনা,চিত্রাংকন,আবৃত্তি,নাটক, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গর্বিত বিজয় মুহূর্তকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে অ্যালামনাই এসোসিয়েশনস্ অব বাংলাদেশি ইউনিভার্সিটিজ। এই উদযাপনের ভেতর দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক প্রেক্ষাপট ও যুদ্ধের বীরত্বগাথা  ঘটনাগুলোকে তুলে ধরা হবে। আজ বিকেল পাঁচটায় উডসাইডের গুলশান টেরেস-এ অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব। অনুষ্ঠান চলবে রাত ১২টা অবধি।
১৮ ডিসেম্বর বিকেলে  জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে  বিজয় দিবস উদযাপন করবে  সেক্টর কমান্ডারস্ ফোরাম –মুক্তিযুদ্ধ’৭১,যুক্তরাষ্ট্র। তাদের অনুষ্ঠানে থাকবে আলোচনা,মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮ ডিসেম্বর রবিবার বিকেলে  জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি।