কনের পিতার উপর বোঝা চাপানো লোকেরা ‘বদযাত্রী’: আহমাদুল্লাহ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৪২ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
সময়ের সবথেকে আলোচিত ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ তার এক ফেসবুক স্ট্যাটাসে দেশের বিবাহ ব্যবস্থা নিয়ে কথা বলেছেন।
বুধবার দেওয়া ওই লেখায় শায়খ বলেন, মেয়েটিকে তার পিতা-মাতা খাইয়ে-পরিয়ে বড় করে, শিক্ষা-দীক্ষা দিয়ে আপনার হাতে তুলে দিয়েছেন। সেই খুশিতে আপনার উচিত সবাইকে ওয়ালিমা খাওয়ানো।
সেটা না করে অনেকে উল্টো দর কষাকষি করে কনের পিতার ওপর কয়েকশ লোক খাওয়ানোর বোঝা চাপিয়ে দেয়, এদের বরযাত্রী বলা হলেও আদতে তারা বদযাত্রী।
শায়খ আরও লেখেন, আপনার আত্মীয় ও বন্ধু বান্ধবদের খাওয়ানোর দায়িত্ব আপনার, আপনার শ্বশুর বা ছেলের শ্বশুরের নয়। সুতরাং তাকে দিয়ে সে কাজ করানো জুলুম।
তাছাড়া নিজের আত্মীয় তথা বেহাই সাহেবের উপর জুলুম করে পুরো এলাকার কাছের দূরের সব মানুষকে খাওয়ালেন-এতে আপনার অর্জনটা কি?
অনেক সময় খাইয়েও বদনামের ভাগিদার হতে হবে। আল্লাহ আমাদের এই বদ রসমের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার তাউফীক দান করুন।