বিনা শর্তে দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল তালিবান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৫৯ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
মঙ্গলবার তালিবানের তরফে জানানো হয়েছে, সৌজন্যের নিদর্শন হিসেবেই মুক্তি দেওয়া হল দুই বন্দিকে। দুজনকেই কাতারে পৌঁছে দেওয়া হয়েছে, সেখানেই বন্দিজীবনের শেষে ফের পরিবারের সঙ্গে দেখা হবে তাদের। দি ওয়াল
২০২২ সালের অগস্ট মাস থেকে আফগানিস্তানে আটক ছিলেন দুই মার্কিন নাগরিক। দুই বন্দির মধ্যে একজন হলেন আইভর শিয়ারার। তিনি পেশায় একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। অন্যজনের পরিচয় জানানো হয়নি। আফগান রাজ্য দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, অন্য কোনও বন্দিকে মুক্তি দেওয়ার শর্ত কিংবা কোনও টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়নি ওই দুই বন্দিকে। বরং সৌজন্যের নিদর্শন হিসেবেই নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের।
চলতি বছর আগস্ট মাসে আফগান প্রযোজক ফৈজুল্লা ফৈজবকশের সঙ্গে আফগানিস্তানে একটি ছবির জন্য শ্যুটিং করছিলেন আইভর। যে এলাকায় আল-কায়েদা নেতা আয়মান-আল-জওয়াহিরির মৃত্যু হয়েছিল, ড্রোন হামলায় বিধ্বস্ত সেই এলাকাতেই শ্যুটিং করার সময় গ্রেফতার হয়েছিলেন আইভর এবং ফৈজুল্লা। আইভরকে বর্তমানে মুক্তি দেওয়া হলেও ফৈজুল্লাকে মুক্তি দেওয়া হয়েছে কিনা জানা যায়নি।
এর আগে সেপ্টেম্বর মাসে মার্ক আর ফ্রেরিচ নামে একজন মার্কিন ইঞ্জিনিয়ারকে মুক্তি দিয়েছিল আফগানিস্তানের তালিবান প্রশাসন। কিন্তু সেটি ছিল শর্তসাপেক্ষে মুক্তি। হাজি বসির নূরজাই নামে এক প্রখ্যাত আদিবাসী নেতা, যাকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল আমেরিকা সরকার, তাকে মুক্তি দেওয়ার শর্তেই ছেড়ে দেওয়া হয় মার্ককে।