৩ বছরে ৫ লাখ মানুষের নিউইয়র্ক ত্যাগ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
চলে যাচ্ছেন মিলিয়নিয়াররা
আজকাল রিপোর্ট
গত তিন বছরে ৫ লাখ মানুষ নিউইয়র্ক ছেড়ে চলে গেছেন। বিদায় নিচ্ছেন ম্যানহাটানের মিলিয়নিয়াররা। ২০২০ সালে করোনা হানা দেয়ার পর থেকে গত ৩ বছরে প্রায় ৪ হাজার মিলিয়নিয়ার এবং ২ হাজার ৬ শত হাফ মিলিয়নিয়ার নিউইয়র্ক স্টেট থেকে চলে গেছেন। এ তথ্র প্রকাশ করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। তাদের তথ্য অনুসারে ১ মিলিয়ন ডলারের উপরে ট্যাক্স ফাইলারের সংখ্যা ২০২০ সালেই কমেছে ২ হাজার ৩ শত ৯৩ জন।
আলবেনিতে প্রতিষ্ঠিত ননপার্টিজান থিংকট্যাংক এম্পায়ার সেন্টারের প্রধান ই জে ম্যাকমোহন বলেছেন, মিলিয়নিয়াররা নিউইয়র্ক ত্যাগ করতে শুরু করেছে ২০১৮ সালে গর্ভনর এন্ড্রু কুমো ধনীদের ওপর ট্যাক্স ৮.৮২% থেকে ৯.৬৫% বাড়ানোর পর থেকেই। যা কিনা দেশের মধ্যে সর্বোচ্চ। ধনীদের স্টেট ত্যাগের প্রধান কারণগুলো হচ্ছে উচ্চ ট্যাক্স, অত্যাধিক জীবনযাত্রার ব্যয় ও অপরাধ তৎপরতা অত্যাধিক বৃদ্ধি। ২০২০ সালে ৩ লাখ নিউইয়র্কার এ শহর ত্যাগ করেছে। যার কারণে স্টেটকে হারাতে হয়েছে ২১ বিলিয়ন ডলার আয়। গত ৩ বছরে নিউইয়র্ক ছেড়ে চলে গেছেন প্রায় ৫ লাখ নিউইয়র্কার।
ম্যানহাটানের পাশাপাশি নাসাউ কাউন্টিও অনেক মিলিয়নিয়ার হারিয়েছে। তবে বেড়েছে সাফোক, ডাচেস ও ওয়েস্টচেষ্টারে। ম্যানহাটান থেকে চলে যাওয়াদের একটি ক্ষুদ্র অংশ পার্শবর্তী বিভিন্ন কাউন্টিতে বসবাস শুরু করেছে। তবে বড় অংশ চলে গেছে টেক্সাস ও ফ্লোরিডায় । নিউইয়র্ক ত্যাগী মিলিয়নিয়ারদের পছন্দের স্টেট এখন ফ্লোরিডা। ২০২০ সালের ট্যাক্স ফাইলের ডাটা থেকে দেখা গেছে নিউইয়র্কের ট্যাক্স থেকে প্রাপ্ত আয়ের ৪৬% এসেছে সর্বোচ্চ আয়ের এক শতাংশ রেসিডেন্টদের কাছ থেকে।
মিলিয়নিয়ার বাসিন্দাদের সংখ্যায় সর্বোচ্চে রয়েছে ক্যালিফোর্নিয়া। এর পরই নিউইয়র্কের স্থান। কিন্তু ফ্লোরিডা এখন নিউইয়র্কের প্রায় কাছাকাছি অবস্থানে চলে এসেছে। নিউইয়র্কে মিলিয়নিয়রের সংখ্যা প্রায় ৪ লাখ। যা এই স্টেটের মোট জনগোষ্ঠীর ৫.২৮ শতাংশ।