গ্যাসের দাম কমছে : সর্বনিম্ন ২.৬৯ ডলার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১০ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে গ্যাসের দাম কমছেই। এখন সর্বনিম্ন দাম প্রতি গ্যালন ২.৬৯ ডলার। যা কিনা গত ২বছরের মধ্যে সবচেয়ে কম। এই দাম উঠেছিল সর্বোচ্চ ৪.৩৯ ডলারে। গত সপ্তাহে আলবেনি রিজিয়নে গ্যাসের গ্যালন প্রতি গড় দাম ছিল ৩ ডলার ৪০ সেন্টস। ‘গ্যাসবাডি’র তথ্যানুসারে আলবেনিতে কোন কোন গ্যাস স্টেশনে দাম ছিল ২.৬৯ ডলার। গত রোববার এই দামে গ্যাস বিক্রি হয়েছে। তবে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে এর দাম স্টেটের অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি। বৃহস্পতিবার ব্রংকস এলাকায় গ্যাসের মূল্য ছিল গ্যালন প্রতি ৩.৩৩ ডলার।
গোটা যুক্তরাষ্ট্র জুড়েই গ্যাসের দাম কমছে। দেশে গড় দাম ছিল গ্যালন প্রতি ৩ ডলার ৫ সেন্টস। এদিকে গ্যাস প্রাইস কমতে শুরু করায় নিউইয়র্ক স্টেট ্ট্যাক্স ইনসেটিভ তুলে দেবার চিন্তা করছে। তবে আইনপ্রণেতারা আগামী সামার নাগাদ অপেক্ষা করার কথা ভাবছেন।