নতুন বছরকে স্বাগত জানাল ইমিগ্রান্ট এলডার হোম কেয়ার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৪ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
বিদায়ী বছরের দুঃখ-বেদনা ভুলে, নতুন আশা নিয়ে ২০২৩ সালকে বরণ করে নিল ইমিগ্রান্ট এলডার হোম কেয়ার এলএলসি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৩৭-০৫ ৭৪ ষ্ট্রীটে ইমিগ্রান্ট এলডার হোম কেয়ায়ের সত্ত্বাধিকারী গিয়াস আহমেদের নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা বক্তব্য, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নববর্ষ উদযাপন করা হয়।
ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের সকল ক্লায়েন্ট ও শুভাকাঙ্খীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গিয়াস আহমেদ বলেন, 'নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। সময়ের চিরায়ত আবর্তনে নববর্ষ ২০২৩ আমাদের মাঝে এসেছে। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। সেই প্রত্যাশা থেকে আজকের এই আয়োজন।
নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্য নিয়ে আমাদের ৯ টি শাখায় আমরা ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আহলে বাইত মসজিদের পেশ ইমাম সাইদ মোতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে এবং ইমিগ্রান্ট এলডার হোম কেয়ায়ের সাফল্য কামনা করে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন বক্তব্য রাখেন।
নববর্ষ উদযাপন ছাড়াও অনুষ্ঠানের আগে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ,মূলধারার রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদের জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে গত ১১ জানুয়ারী নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবও তার জন্ম দিন পালন করে ও শুভেচ্ছা জানায়। লায়ন্স ক্লাবের সভায় জন্মদিন উপলক্ষে গিয়াস আহমেদকে মিষ্টি ও ফুল দিয়ে সংবর্ধনা জানানহয়।