শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হল্যান্ড টানেল সপ্তাহে ৬ রাত বন্ধ থাকবে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
নিউ জার্সিমুখি হল্যান্ড টানেল আগামী ৩ বছর পর্যন্ত সপ্তাহে ৬ রাত বন্ধ থাকবে। নিউইয়র্ক-নিউজার্সি পোর্ট অথরিটি বলেছে, জার্সি বাউন্ড টানেল ৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের শেষ নাগদ পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার ছাড়া প্রতিরাতে বন্ধ থাকবে গাড়ি চলাচল। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বন্ধ হয়ে যাবে এই টানেলে চলাচল। খুলবে সকাল সাড়ে ৫টায়। শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র শনিবার ও সরকারি হলিডের ছুটির দিনরাত এ বন্ধের আদেশ কার্যকর থাকবে না।
পোর্ট অথরিটি উল্লিখিত সময়ে ড্রাইভারদের বিকল্প পথে নিউইয়র্ক সিটি ত্যাগ করতে পরামর্শ দিয়েছে। তারা লিংকন টানেল ও জর্জ ওয়াশিংটন ব্রিজ ব্যবহার করতে পারবেন। ৯৫ বছরের পুরনো হল্যান্ড টানেল বিশ্বের সবচেয়ে ব্যস্ততম টানেল হিসেবে পরিচিত। প্রতিদিন ১ লক্ষ গাড়ি যাতায়াত করে এই টানেল দিয়ে। টানেলের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন ও আধুনিকীকরনের জন্যই এটি বন্ধ রাখা হচ্ছে বলে কর্তপক্ষ জানিয়েছে।