বাইক ও স্কুটার রাখা যাবে স্টেশন ও বাস স্ট্যান্ডে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৬ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
ট্রেন স্টেশন ও বাস স্ট্যান্ডে বাইসাইকেল, ই-বাইক ও স্কুটার রাখার ব্যবস্থা হচ্ছে। নিউইয়র্ক সিটিতে প্রায় ২০ লাখ নিউইয়র্কার বিভিন্ন ধরনের বাইক ও স্কুটার ব্যবহার করেন। তাদের যাতায়াতে গণ পরিবহনের সাথে সংযোগ স্থাপনে এমটিএ এ উদ্যোগ নিয়েছে। এতে স্টেশন বা বাস স্ট্যান্ডে বাইসাইকেল র্যাক বা স্থান সংকুলান সাপেক্ষে বাইক গ্যারেজ তৈরি করা হবে। প্রাথমিকভাবে ৩৭টি সাবওয়ে স্টেশনে বাইসাইকেল র্যাক তৈরি করা হচ্ছে। এর মধ্যে ১৯টি ব্রুকলিন, ৯টি কুইন্স ও ৭টি ব্রংকসে। কুইন্সের জ্যাকসন হাইটস রুজভেল্ট এভিনিউ স্টেশনে বড় আকারের বাইক স্ট্যান্ড তৈরি হচ্ছে। ম্যানহাটনের ৯৬ স্ট্রিট ও সেন্ট্রাল পার্ক ওয়েস্টের বি ও সি সাবওয়ে স্টেশনে বাইক র্যাক তৈরি করা হবে। বাস এম ৬০, এস ৭৯ ও কিউ ৪৪ সিলেক্ট বাস সার্ভিসের বাসের সামনে বাইক র্যাকও বসানো হবে।
এমটিএ চেয়ারপারসন ও সিইও জান্নো লাইবার বলেছেন, আমরা বাইক ও স্কুটারকে সিটির গণ পরিবহন ব্যবস্থায় ইনকরপোরেট করতে যাচ্ছি। এতে বাইক ও স্কুটার ব্যবহারকারি তা স্টেশনে পার্ক করে নিশ্চিন্তে কর্মস্থল বা বাসায় যেতে পারবেন। এতে যাত্রী সেবার মান এক ধাপ উন্নত হবে।