নিউইয়র্কে ধেয়ে আসছে প্রবল শীত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
প্রবল শীতের কবলে পড়তে চলেছে নিউইয়র্ক। আজ শুক্রবার থেকে হ্রাস পেতে শুরু করবে তাপমাত্রা, আগামীকাল শনিবার নাগাদ তা নেমে দাঁড়াবে মাইনাস ১৬ তে। সেই সাথে থাকবে তীব্র কনকনে হাওয়া।
আজ নিউইয়র্কে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৮ থেকে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এ দিন দমকা বাতাসের গতি থাকবে ৫৪ কিলোমিটার প্রতি ঘন্টা। দিনব্যাপী পরিস্কার আকাশ থাকলেও সন্ধ্যায় আংশিক মেঘলা থাকবে।
অপর দিকে কাল শনিবার নিউইয়র্কে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এদিন বাতাসের গতি থাকবে প্রতি ঘন্টায় গড়ে ৪৭ কিলোমিটার। সারা দিন আকাশ পরিস্কার থাকলেও সন্ধায় আংশিক মেঘলা থাকবে। শনিবার গভীর রাত পর্যন্ত এই শীতের প্রচন্ডতা বজায় থাকবে। রোববার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।