‘৩০ সালের মধ্যে উবার ও লিফট চলবে বিদ্যুতে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
মেয়র এরিক এডামসের ঘোষণা
আজকাল রিপোর্ট
মেয়র এরিক এডামস ঘোষণা করেছেন, ২০৩০ সাল নাগাদ সিটির সব উবার ও লিফট কার ইলেকট্রিক হবে। এগুলি জিরো ইমিউশনে চলবে। সিটি এ লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। ১ লাখ রাইড-শেয়ারিং গাড়ির মধ্যে এখন ৪ হাজার রয়েছে ইলেকট্রিক। গত সপ্তাহে স্টেট অব দ্যা সিটি ভাষণে মেয়র এ কথা জানান।
মেয়র বলেন, আগামী দিনগুলোতে সিটির ৫টি বোরোর বিভিন্ন স্থানে গাড়ির জন্য ইলেকট্রিক চার্জার স্থাপন করা হবে। গ্যাসের উপর নির্ভরতা কমানো ও পরিবেশ বান্ধব সিটি গড়ে তোলাই এ পরিকল্পনার প্রধান লক্ষ্য। বিদ্যুৎ ব্যবহার করে গাড়ি চালালে ইনসেনটিভ দেয়া হবে। এ ব্যাপারে উবার ও লিফট আগ্রহের সাথে সম্মতি প্রদান করেছে।
উবারের সিনিয়র পলিসি ডাইরেক্টর জাস গোল্ড বলেছেন, ইমিউশন কমাতে মেয়রের আগ্রহকে আমরা স্বাগত জানাই। উবার নর্থ আমেরিকায় জিরো ইমিউশন মোবাইলিটি প্লাটফরম গড়ে তুলতে জোরেসোরে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।