মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনিশ্চয়তায় নিউইয়র্কের ১৫ লাখ ছাত্রের লোন মওকুফের আবেদন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

আদালতের রায় ফেব্রুয়ারির শেষ নাগাদ
 

আজকাল রিপোর্র্ট
মামলায় ঝুলে আছে নিউইয়র্কের ১৫ লাখ ছাত্র-ছাত্রীর লোন মওকুফের আবেদন। বাইডেন প্রশাসন সর্বোচ্চ ২০ হাজার ডলার স্টুডেন্ট লোন মওকুফের ঘোষণা দিয়েছিলো গত বছরের শুরুতে। কিন্তু রিপাবলিকান অধ্যুষিত কয়েকটি স্টেট এ ঘোষণার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ধরনের ম্যাসিভ লোন মওকুফের অধিকার প্রেসিডেন্টের আদৌ আছে কিনা তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এর ওপর আদালতে উভয় পক্ষের শুনানী চলছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ রায় আসতে পারে।
লোন মওকুফের পক্ষে রায় এলে ২ কোটি ৬০ লাখ আমেরিকান লোনের ভারমুক্ত হবেন। এর মধ্যে নিউইয়র্কের ছাত্র-ছাত্রীর সংখ্যাই ১৫ লাখ । আর রায় নেতিবাচক হলে তাদেরকে টানতে হবে স্টুডেন্ট লোনের ঘানি। ডিপার্টমেন্ট অব এডুকেশন গত নভেম্বরে ১কোটি ৬০ লাখ আমেরিকানের আবেদন মঞ্জুর করেছিল। এ ব্যাপারে স্টুডেন্ট লোন সার্ভিসারদের নির্দেশও দিয়েছিল।  কিন্তু হঠাৎ করেই আদালত লোন মওকুফের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সর্বোচ্চ লোন মওকুফের আবেদনকারি স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে টেক্সাস ও ফ্লোরিডা। নিউইয়র্কের অবস্থান ৪র্থ।