নিউইয়র্কের কলেজ ছাত্রদের জন্য স্টেটের ৫৬৬৫ ডলার অনুদান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৫ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
নিউইয়র্কের কলেজ শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫ হাজার ৬ শত ৬৫ ডলার অনুদান (গ্রান্ট) দেয়া হচ্ছে। শিক্ষার্থী স্টেট ইউনিভারসিটি, সিটি ইউনিভারসিটি-কলেজ (কিউনি) বা প্রাইভেট কলেজে ভর্তি হোক না কেন, সবাই ইনকাম ব্রাকেটের ভিত্তিতে এ অর্থ পাবার যোগ্য। গভর্ণর ক্যাথি হোকুল এ অনুদান প্রশ্নে বলেছেন, আমাদের অনেকেরই স্বপ্ন এই মহান স্টেটে বসবাস ও শিক্ষা গ্রহণ করা। তা পূরনে স্টেট কিছু কর্মসূচি হাতে নিয়েছে। তাদের মধ্যে এই অনুদান অন্যতম।
স্টেটের টিউশন এসিসট্যান্স প্রোগ্রামের (ট্যাপ) আওতায় ছাত্রছাত্রীরা এই গ্রান্ট পাবেন। ৫,৬৬৫ ডলার প্রাপ্তিতে ৩টি ক্যাটাগরির কথা বলা হয়েছে। পুরো এই ফান্ড পেতে বিবাহিত ডিপেনডেন্ট ছাত্রছাত্রীর বার্ষিক আয় ৮০ হাজার ডলারের কম হতে হবে। আর ইনডিপেনডেন্ট আন্ডারগ্রাজুয়েট বিবাহিত স্টুডেন্ট হলে ইনকাম ৪০ হাজারের নীচে থাকতে হবে। ১০ হাজার ডলার ইনকাম লিমিট হবে যদি স্টুডেন্ট অবিবাহিত ও ট্যাক্স ডিপেনডেন্ট না থাকে। নিউইয়র্ক স্টেটের ওয়েবসাইটে গিয়ে এ গ্রান্টের জন্য আবেদন করা যাবে।