শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কের ৬০ হাজার স্কুলগামী শিক্ষার্থী উধাও!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার


 

আজকাল রিপোর্ট
নিউইয়র্কের ৬০ হাজার স্কুলগামী শিক্ষার্থী উধাও। তারা স্টেট ত্যাগ করেনি, অন্য কোন পাবলিক বা প্রাইভেট স্কুলে ভর্তি হয়নি। যায়নি কোন চার্টার স্কুলেও। হোম স্কুলে সাইনআপও করেনি। আর এ সংখ্যাটি ২০২০ সালে প্যানডামিক শুরু হবার পর থেকে। প্যানডামিক শেষ হবার পর থেকে এখন অব্দি স্টেট এসব ছাত্রছাত্রীদের হদিস পাচ্ছে না। এসোসিয়েটস প্রেস ও স্ট্যানফোর্ড’স বিগ লোকাল নিউজ অনুসন্ধান করে এ তথ্য প্রকাশ করেছে ৮ ফেব্রুয়ারি বুধবার।
স্ট্যানফোর্ড’স গ্রাজুয়েট স্কুলের প্রফেসর থমাস ডি বলেছেন, করোনাকালীন সময় থেকে হাজার হাজার ছাত্রছাত্রী গণনার বাইরে রয়েছে। এটা ধরে নেয়া যায়, তাদের অনেকেই হোম স্কুলে লেখাপড়া করছে। কিন্তু তাদের অভিভাবকরা হোম স্কুল হিসেবে শিক্ষাবিভাগের কাছে রেজিস্ট্রি করেনি। এদিক থেকে শিক্ষার্থী মিসিং এর তালিকায় ক্যালিফোর্নিয়া শীর্ষে। এ স্টেটের ১ লাখ ৫১ হাজার ছাত্রছাত্রী করোনার পর আর স্কুলে ফিরে আসেনি। তৃতীয় সর্বোচ্চ লুইজিয়ানা স্টেট। তাদের মিসিং শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার।
করোনা পরবর্তীকালে নিউইয়র্ক সিটিতে দেড় লক্ষাধিক শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিটি প্রশাসন তাদের খুঁজে বের করতে বিভিন্ন স্কুল বোর্ডকে করা নির্দেশ দিয়েছিল। বেশ কিছু শিক্ষার্থীকে গণনার অর্ন্তভূক্ত করা গেলেও এখনও ৩৮ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রীর তথ্য জানতে পারছে না সিটি।